My Blog

নিজের সম্বন্ধে দু-চার কথা


আমি চন্দ্রকান্ত পাল, বাড়ি উত্তর ২৪ পরগনার (পশ্চিমবঙ্গ, ভারত) নৈহাটি-তে। বানিজ্যে সাম্মানিক স্নাতক (কলকাতা বিশ্ববিদ্যালয়) হবার পর অধুনা চাকুরীরত। আমার পরিবার ঠাকুমা, মা, স্ত্রী এবং যমজ দুই কন্যা-দের নিয়ে। আমার পছন্দ বেড়ানো, গান শোনা, সিনেমা দেখা, ছবি তোলা ইত্যাদি; চেষ্টা করি কম্পিউটারে বিশেষতঃ ফ্রি-ওয়্যার সফটওয়্যার ব্যবহার করতে।


*** *** *** *** *** *** ***


ভারতের একদিবসীয় আর্ন্তজাতিক ক্রিকেট বিশ্বকাপ ২০১১ জয়

গ্রুপ লীগের কোনও কোনও ম্যাচে ভারতকে সাধারন দেখালেও কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে এবং সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টানটান উত্তেজনাপূর্ন ম্যাচে হারিয়ে এবং ২-রা এপ্রিল, ২০১১-তে মুম্বাইয়ের ওয়াঙ্খেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনরাতের একদিনের আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচে অসাধারন, অভুতপূর্ব এবং অবিস্মরনীয় ব্যাক্তিগত এবং দলগত নৈপুন্য দেখিয়ে ভারত শ্রীলঙ্কাকে ছয় উইকেটে পরাজিত করে, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতে নিল।


বলতে দ্বিধা নেই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার দুঃখ ফাইনালের ফিল্ডিং-এর মত ব্যাটিং-এও সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যান-অফ-দ্যা-ফাইনাল ভুলিয়ে দিতে পেরেছে। এই বিশ্বকাপের সবথেকে বড় প্রাপ্তি হল ম্যান-অফ-দ্যা-টুর্নামেন্ট যুবরাজ সিং-এর ক্রিকেটের প্রতিটি বিভাগে (ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং) ফর্মে ফেরা। সাথে সাথেই মনে রাখতে হবে শচীন তেন্ডুলকরের ৩৮ বছর বয়সেও দাপটের সাথে দর্শকদের ব্যাটিং নৈপুন্য দেখিয়ে আশ্চর্য করা। 

নিজেকে ভারতীয় বলতে আরও বেশী গর্ব অনুভব করছি; অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সমস্ত ভারতীয় খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ এবং সকল ক্রীড়ামোদী মানুষকে।



*** *** *** *** *** *** ***